আজকের যুগের মাত্রাতিরিক্ত প্রাকিতৃক দূষণ অত্যাধিক মানসিক অবসাদ, অতিরিক্ত কাজের চাপ, এই সব অনিয়মিত এবং অবাঞ্চিত ঘটনা গুলি সবার আগে মানুষের ত্বক এর উপর প্রভাব ফেলে।
রোদে পুড়ে ত্বক ঝলসে যায়, কর্কশ হয়, কুঁচকে যায়, আরো কত ভাবে এর কুফল আপনার ত্বক এর লালিত্য, কোমলতা এবং সৌন্দর্যের ক্ষতি করে তার শেষ নেই। সেই সব পরিস্থিতি তে ত্বক এর যত্ন নিতে 'অলি' র সব চেয়ে জনপ্রিয় ক্রিম 'ম্যাজিক পোষন'। বহু গুণ সম্পর্ণ দুটি প্রাকৃতিক উপাদান, অ্যালোভেরা ও হলুদ এর গুনে সমৃদ্ধ হালকা নীল রং এর এই মৈশ্চ্যারিজের টা সব রকম ত্বক এর যত্ন ও সুরক্ষা জন্য অতুলনীয়। স্বতন্ত্র ভাবে দেখতে গেলে অ্যালোভেরা তে প্রচুর পরিমান প্রাকৃতিক ভেষজ উপাদান থাকে যা কেবল যে এর সংস্কার সাধন করে তাই না, ত্বক এর সজীবতা এবং স্বতেজটা ও বাড়ায়। সেই ভাবেই হলুদের ও একটি আন্টি-ইনফ্লামেটরি এবং আন্টি ব্যাকটেরিয়াল গুন্ আছে যা কেবল ত্বক এর পুষ্টি বর্ধন করে সেটাই না, নানা রকম বিপর্যয় থেকে ও রক্ষা করে ত্বক কে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে ।
তাই, এই দুটি মূল্যবান পদার্থের সংমিশ্রনে,তৈরী 'ম্যাজিক পোষন ',একটি উচ্চ গুণসম্পর্ণ ক্রিম ।
ম্যাজিক পোষন লাগালে ত্বকে একটি শীতল ,তৃপ্তি দায়ক অনুভূতি আসে ,যা কেবল বাইরে থেকে নানা রকম প্রাকৃতিক দূষণ ও অন্যান্য বিপর্যয়ের হাত থেকে আপনার মূল্যবান ত্বক কে রক্ষা করে তাই নয়, বরং, ফুসকুড়ি ,ঘামের থেকে ও মুক্ত করে । সব চেয়ে বড়ো কথা, এই ক্রিম এর থেকে ত্বক এর কোনো ক্ষতি হয় না। সব রকমের ত্বক এর জন্য, ড্রাই বা ওয়ালী এই ক্রিম প্রযোজ্য ।
প্রতিদিন নিয়মিত দুবার করে ব্যবহার করলে আপনার ত্বক আরো বেশি সুন্দর, কোমল, আর নিষ্কলুষ হয়ে উঠবে।
বিউটি
ম্যাজিক পোষান
- Aishwarya Biswas
- Hits: 1064