ASTROLOGY

মেষ:- গৃহ সুখ ও সংসার, মা এর সাস্থ্য এর জন্য চিন্তা, প্রেম এ উন্নতি , যোগাযোগের মাধ্যমে রোজগার, নতুন কর্মের যোগ, কোন পুরনো সম্পর্ক নতুন করে শুরু হতে পারে, সন্তানের উন্নতি, পরের দিকে রোজকার এর বৃদ্ধি ও হটাৎ খরচ, ভাগ্যদোয়ে।

বৃষ:- শারীরিক উন্নতি, উদ্দীপনা বৃদ্ধি পাবে, হটাৎ অর্থ প্রাপ্তি, কথার মিস্ততই তেই শত্রুরা বশীভূত হবে, জলপথে যাত্রা মানা, ঠান্ডায় সারির খারাপ, বিবাহ যোগ, প্রেমে হটাৎ করে কথা না দেয়া ভালো, মানসিক উত্তেজনার লক্ষণ আছে।

মিথুন:- লটারি প্রাপ্তির সম্ভাবনা, পরিবারে কলহ হতে পারে, মুখে কোনো পিরা হতে পারে. কোমর ও পিঠে ব্যাথা. বর্তমান এ বাড়ি তৈরির কাজ স্থগিত রাখা  ভালো. প্রেম এর দিকে মন যাবে। সঞ্চয়ের দিকে নজর দিলে ভালো। কোনো সুন্দর পোশাক কিনবার ইচ্ছা।

কর্কট:- মন ভালো থাকবে। হটাৎ কোনো বন্ধুর কাছ থেকে মানসিক আগাথ। ব্যবসা ও চাকরিতে উন্নতি, বেড়াতে যাবার পরিকল্পনা, পারিবারিক সুসম্পর্ক, খাদ্য ও গ্রহণে সাবধান থাকতে হবে।

সিংহ:- ইচ্ছ পূর্তি হবে, আর্থগ্রম হবে, বিবাহিত জীবনে একটু অশান্তি, দুজনেরই শরীরের যত্ন প্রয়োজন, নতুন ব্যবসার যোগাযোগ। দূর ভ্রমণই এর যাত্রা। ভ্রমণে  না সাবধান থাকল  বিপদের আশঙ্কা।

কন্যা:- মা এর শরীর নিয়ে চিন্তা, খরচ বৃদ্ধি, গৃহে শুভ পরিবর্তন, সন্তানের কারণে মনে শান্তি, সম্পর্কে উন্নতি, রক্তে শর্করা বৃদ্ধি, পায়ে আঘাত লাগতে পারে, সৌন্দ্যচর্চায় মন যাবে, ভোজন এ সাবধান না হলে পেটের গন্ডগোল।

তুলা:- রোজকার জীবনে এ সুখ বৃদ্ধি, অর্থ প্রাপ্তি, সন্তানের অমনোযোগিতার কারণে  মনোকষ্ট, শারীরিক উন্নতি, ডায়েভটিস এর রুগীরা নিয়ম মেনে চলুন, পিতার সম্পত্তি লাভ।

বৃশ্চিক:- অর্থ কষ্ট শেষ হবে, নতুন ব্যাবসার যোগ, চাকরিতে খাটনি বাড়বে, জলপথে ভমণ মানা, কোনো গেজেট কিন্তে পারেন, শরীর এর যত্ন দরকার, শেয়ার বা ফাটকায় লোকসান।

ধনু :- প্রেমে স্থিতিশীলতা, বিয়ের কথা হতে পারে, কোমর আর হাটু তে ব্যাথা, ব্যাবসা তে সাফল্য, নতুন কিছু শুরু করার চিন্তা, মার শারিরীরিক উন্নতি, পিতার রক্তচাপ বাড়বে, নিজের শরীর ভালো থাকবে।

মকর:- খাটনির জন্য ক্লান্তি বোধ, অনিমিয়ত খাবার অভ্যাস এর কারণে পেটের গণ্ডগোল, পিঠে ও কোমরে ব্যাথা, ঘুমের ব্যাঘাত, ব্যাবসায়ী ও চাকরিজীবীদের উন্নতি।

কুম্ভ :- নতুন ব্যবসাতে টাকা লাগানো উচিত হবে না, শারীরিক উন্নতি, চাকরিতে সামান্য ঝামেলা, নতুন বন্ধুত্ব, রোজকার জীবনে সুখ, কাছে পিঠে ভ্রমণ, রক্তচাপ বাড়তে পারে।

মীন:- চাকরি ও ব্যবসাতে উন্নতি, শারীরিক ভালো হলেও ক্লান্তির ভাব, পুষ্টিকর খাবারের দরকার, কথাতে মিষ্টতা, প্রেমের দিকে মন আকৃষ্ট হবে, মায়ের শরীরে যত্নের প্রয়োজন।